Vikat : প্রকাশ্যে এল ভিক্যাটের গায়ে হলুদের ছবি
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আগে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছিল। বিয়ের সময় বা বিয়ের পরেও থেমে থাকেনি আলোচনা। এটা হওয়াই তো স্বাভাবিক। দুই বলিউড তারকার বিয়ে বলে কথা। এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এই দুই বলি তারকার গায়ে হলুদের ছবি। তবে শুধু একটা ছবি নয়। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই তারকা নবদম্পতি। আর ছবি পোস্টের পরেই কমেন্ট বক্সে এসেছে প্রচুর শুভকামনা। নেটিজেনদের পাশাপাশি শুভকামনা জানিয়েছেন বলিউড তারকারাও।আরও পড়ুনঃ আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়, টিউশন শেষ করে বাড়ি ঢুকছেন শ্রীলেখা!সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ছবিতে দেখা যাচ্ছে দুজনেই আহ্লাদে আটখানা। ভিক্যাটের এই আবেগী মুহূর্ত নেটিজেনদের চোখ এড়াতে পারেনি। ভিকির ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। ক্যাটরিনাকে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি হালকা গোলাপি রঙের লেহঙ্গায় দারুণ লাগছিল। সঙ্গে মানানসই গয়না। বিয়েতে ভিকি পরেছিলেন, সব্যসাচীর ডিজাইন করা আইভোরি সিল্ক শেরওয়ানি। মাথায় ছিল ম্যাচিং পাগড়ি। দুজনকেই ভারী মিষ্টি লাগছিল। বর-কনেকে ঘিরে গোলাপের বৃষ্টি। তবে শুধু ভিকি-ক্যাট্রিনাই নন। ছবিতে দেখা যাচ্ছে তাদের সঙ্গে রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও।আরও পড়ুনঃ বিরুষ্কার প্রতিবেশী হচ্ছেন ভিক্যাটবৃহস্পতিবার রাজস্থানের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে বিয়ে সেরেছেন ভিক্যাট। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সাত পাক ঘুরেছেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকা। এমনকি বিয়ের অনুষ্ঠানে ফোন ব্যবহার করার অনুমতি পাননি অতিথিরাও। গতকাল প্রকাশ্যে এসেছিল তাদের মালাবদলের ছবি। এবার তাদের গায়ে-হলুদের ছবি সকলের নজর কাড়ল।